১ বছরের কম বয়সী শিশুকে যে খাবারগুলো কখনও দিবেন না


শিশুর বয়স ৬ মাস পূর্ণ হবার পর শিশুকে মায়ের বুকের দুধের পাশাপাশি ঘরে তৈরি বিভিন্ন পুষ্টিকর খাবার খাওয়ানো শুরু করতে হয়। তবে অনেকেই এই বিষয়ে ভুল করে থাকেন এবং অনেক সময় ভুল খাবার শিশুর জন্য নির্বাচন করে বসেন। আজকে আমরা এই ভিডিও থেকে সহজেই জেনে নিব ১ বছরের কম বয়সী শিশুকে যে খাবারগুলো কখনও দেওয়া উচিত নয়।

যেসব খাবার শিশুকে ১ বছরের পূর্বে দেওয়া উচিত না তা হলঃ ১. মধু ২.গরুর দুধ ৩. অধিক লবণযুক্ত খাবার
৪. অধিক চিনিযুক্ত খাবার

No comments

Theme images by rajareddychadive. Powered by Blogger.