কমলালেবুর যত গুণাগুণ
ভিটামিন সি এর প্রধান উৎস ফল সমূহের মধ্যে সবচেয়ে অন্যতম একটি ফল হচ্ছে কমলালেবু।
উপকারিতাঃ
>ক্যান্সার প্রতিরোধে কার্যকরী
>কিডনির অসুখের ঝুঁকি কমায়
>লিভার ক্যান্সারের বিরুদ্ধে কাজ করে
>কোলেস্টেরল কমায়
>হৃদরোগ থেকে রক্ষা করতে সাহায্য করে
>কোষ্টকাঠিন্য দূর করে
>দৃষ্টিশক্তি বৃদ্ধি করে
>রক্তচাপ নিয়ন্ত্রণে কাজ করে
>ত্বকের জন্য উপকারী
তথ্যঃ উইকিপিডিয়া
"সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি,
স্বাস্থ্যকর খাবারেই সুস্থ জীবন"
No comments