হেপাটাইটিস বি কারণ, লক্ষণ, চিকিৎসা এবং প্রতিরোধ



হেপাটাইটিস বিঃ
এটি একটি ভাইরাসজনিত মারাত্মক যকৃত বা কলিজার প্রদাহজনিত রোগ। যকৃতের কার্যক্ষমতা ধ্বংসে এটি কাজ করে থাকে। ফলে হজমে ব্যাঘাত ঘটে। রোগের স্থায়ীত্বকাল ১ মাস পর্যন্ত হতে পারে। যে ব্যক্তিটি এই রোগে একবার আক্রান্ত হয়েছে পরবর্তীতে সে এই রোগের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা লাভ করে। ফলে ঐ ব্যক্তিটি পরবর্তীতে আর এই রোগে আক্রান্ত হয় না।


কারণসমূহঃ
*অনিরাপদ শারীরিক সম্পর্ক
*অনিরাপদ রক্ত গ্রহণ
*একই রেজর ব্যবহার
*একই সুচ ও সিরিজ্ঞ ব্যবহার

লক্ষণঃ
*দূর্বলতা এবং অবসাদ
*পেটে ব্যথা
*বমি অথবা বমি বমি ভাব
*জ্বর
*ক্ষুধামন্দা
*প্রসাবের রং পরিবর্তন
*ত্বক এবং চোখের সাদা অংশ হলুদ বর্ণ ধারণ করা
*গিঁটে ব্যথা

চিকিৎসাঃ
লক্ষণ দেখা দেওয়ার দুই সপ্তাহের মধ্যেই ডাক্তার দেখাতে হবে। এর পর প্রতিষেধ গ্রহণ করতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে।

প্রতিরোধঃ
*ভ্যাক্সিন গ্রহণ করা
*স্বাস্থ্যকর জীবনযাপন করা

No comments

Theme images by rajareddychadive. Powered by Blogger.