অ্যানিমিয়া বা রক্তশূন্যতার লক্ষণ


বিভিন্ন ধরনের লক্ষণ দেখে আমরা ধারণা করতে পারি যে সমস্যাটি আসলেই রক্তশূন্যতা বা অ্যানিমিয়া নাকি অন্যকিছু। চলুন দেখে নিই কিছু সাধারণ লক্ষণ যা অ্যানিমিয়া বা রক্তশূন্যতার সাথে সম্পর্কিত।

অ্যানিমিয়া বা রক্ত শূন্যতার লক্ষণঃ
  • ফ্যাকাসে মুখ,চোখ ও ত্বক,
  •  মাথা ব্যথা ও মাথা ঘোরা,
  • নখে ভঙ্গুরতা দেখা দেওয়া,
  • চোখে ঝাঁপসা  দেখা,
  • অনিদ্রা, 
  • দুর্বলতা এবং অল্প পরিশ্রমেই হাঁপিয়ে ওঠা,
  • বুকে ব্যথা বা বুক ধড়ফড় করা,  
  • মেজাজ খিটখিটে হয়ে যাওয়া, 
  • অল্পতে মনোযোগ নষ্ট হয়ে যাওয়া,   
  • অরুচি, 
  • হজমে ব্যাঘাত,
  • রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া।
  • হৃদযন্ত্রের অস্বাভাবিক ছন্দপতন
  • শরীরের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কমে যাওয়া।
    এসব লক্ষণ দেখা দিলে যত দ্রত সম্ভব চিকিৎসকের স্মরণাপন্ন হয়ে আপনার হিমোগ্লোবিনের মাত্রাটি জেনে নিন।

    No comments

    Theme images by rajareddychadive. Powered by Blogger.