অ্যানিমিয়া বা রক্তশূন্যতার চিকিৎসা দেখে নিন একনজরে


বিভিন্ন লক্ষণ, কারণ ও প্রকারভেদের ওপর ভিত্তি করে অ্যানিমিয়া বা রক্তশূন্যতার চিকিৎসাও বিভিন্ন হয়। বিভিন্ন ধরনের রক্তশূন্যতায় চিকিৎসা দেখে নিন এক নজরে।

আয়রণ বা লৌহের অভাবজনিত অ্যানিমিয়াঃ
আয়রণ সাপ্লিমেন্টজাতীয় ওষুধের সাথে আয়রণ বা লৌহ সমৃ্দ্ধ খাদ্যাভ্যাস মেনে চলতে হয়।

ভিটামিনের অভাবজনিত অ্যানিমিয়াঃ
ফলিক এসিড ও ভিটামিন বি১২ সমৃদ্ধ খাবার এবং প্রয়োজনে সাপ্লিমেন্টজাতীয় ওষুধ গ্রহণ করতে হয়।

দীর্ঘমেয়াদী অ্যানিমিয়াঃ
দীর্ঘমেয়াদী অ্যানিমিয়া খুব তীব্র আকার ধারণ করলে রক্ত দেওয়া প্রয়োজন।

এপ্লাস্টিক অ্যানিমিয়াঃ
রক্ত দেওয়া প্রয়োজন। যদি বোন ম্যারো কোন রোগে আক্রান্ত হয়ে পর্যাপ্ত পরিমাণ রক্ত উৎপন্ন করেতে ব্যার্থ হয় তবে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করতে হয়।

হিমোলাইটিক অ্যানিমিয়াঃ
ইনফেকশন বা রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাসকারী ওষুধ সেবন করা থেকে বিরত থাকতে হয়। অ্যানিমিয়ার মাত্রার ওপর ভিত্তি করে মাঝে মাঝে রক্ত দিতে নেওয়া প্রয়োজন।


No comments

Theme images by rajareddychadive. Powered by Blogger.