অ্যানিমিয়া বা রক্তশূন্যতা কি?
রক্তে দুই ধরনের উপাদান রয়েছে তা হল রক্তরস ও রক্তকণিকা। রক্তশূন্যতা বলতে মূলত রক্তণিকা তথা লোহিত রক্ত কণিকা বা হিমোগ্লোবিনের শূন্যতাকে বোঝায়। যখন রক্তে পর্যাপ্ত পরিমাণ হিমোগ্লোবিন বা লোহিত রক্ত কণিকা থাকে না তখন শরীরে রক্তশূন্যতার সৃষ্টি হয়।
অ্যানিমিয়ার প্রকারভেদঃ অ্যানিমিয়া ২ প্রকার
১.আয়রন বা লৌহের অভাবজনিত অ্যানিমিয়া এবং
২.ভিটামিন বি১২ এর অভাবজনিত অ্যানিমিয়া।
হিমোগ্লোবিনের স্বাভাবিক মাত্রাঃ
শিশুদের ক্ষেত্রে হিমোগ্লোবিনের স্বাভাবিক মাত্রা ১১-১৩ গ্রাম/ডিসিলিটার। প্রাপ্তবয়স্ক পুরুষের ক্ষেত্রে ১৪-১৮ গ্রাম/ডেসিলিটার এবং নারীর ক্ষেত্রে ১২-১৬ গ্রাম/ডেসিলিটার।
No comments